ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা ড্র করার পর ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ড্রয়ের স্বাদ পেল তাদের চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ। গোলের ব্যবধানটাও সমান ২-২।
রিয়ালের এই ম্যাচে হেরে যাওয়ারও সম্ভাবনা ছিল। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ওয়েলস তারকা গ্যারেথ বেলের জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করলেও দিনটি পুরোপুরি নিজের হয়নি রিয়াল তারকা বেলের। অতিরিক্ত সময়ে দুই হলুদ কার্ডের কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের ভুলে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন জেরার্ড মরেনো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানি কারভাহালের বাড়ানো বল থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেল। এরপর ৭৪ মিনিটে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। হাভিয়েরের কাছ থেকে বল পেয়ে গোল করেন মোই গোমেস।
২-১ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালকে আবারও ম্যাচে ফেরান বেল। ৮৬ মিনিটে লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েলস ফরোয়ার্ড।
তিন ম্যাচ থেকে এক জয় ও দুই ড্র নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে জিদানের দল। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এমএইচবি/আরআইএস