প্রেমিকাকে চুমু দিয়ে উদযাপন, বাতিল হলো গোল! (ভিডিও)  

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০১:১২ পিএম প্রেমিকাকে চুমু দিয়ে উদযাপন, বাতিল হলো গোল! (ভিডিও)  
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়ান্ডারসন ক্রিস্টালদো তার প্রিয়তমাকে চুমু দিয়ে গোল উদযাপন করেন। ফটো : সংগৃহীত

সব ধরনের সফলতার পরই মানুষের মধ্যে দেখা যায় উদযাপনের চিত্র। বিশেষ করে খেলাধুলায় তা আরও বেশি। ফুটবলে গোল করে গ্যালারির দিকে ছুটে যাওয়াটাও নতুন কিছু নয়। তবে সেখানে যদি বসে থাকে প্রিয়তমা, আর তাকে চুমু দিয়েই উদযাপন করা হয় গোল, তাহলে তা বিশেষ কিছুই। 

কিন্তু এমন উদযাপনের পর যদি এসে দেখেন গোলটাই হয়নি, তখন? ওই অনুভূতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়ান্ডারসন ক্রিস্টালদোয়ের চেয়ে ভালো কে বুঝবেন? তিনি নিজেই যে সম্মুখীন হয়েছেন এমন এক ঘটনার। 

ঘটনাটি বুলগেরিয়ান লীগের এক ম্যাচের। ওই লীগের লুদোগোরেৎস দলের অন্যতম সেরা তারকা ওয়ান্ডারসন স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন।

এরপরই তিনি এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে চলে যান গ্যালারির কাছে। যেখানে বসে ছিলেন তার প্রেমিকা। তাকে চুমু খেয়েই গোল উৎযাপন করেন ওয়ান্ডার। কিন্তু ফিরে এসে তাকে দেখতে হয় হৃদয়বিদারক দৃশ্য। যে গোল নিয়ে তার এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি।

চুমু দিয়ে গোল উদযাপন ও তা বাতিলের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে-

এমএইচবি