লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরোপের রাজত্বে এরইমধ্যে ভাগ বসিয়ে ১৩ বছর পর কোনো ডিফেন্ডার হিসেবে ইউরোপ সেরার মুকুট জিতেছেন ভার্জিল ভ্যান ডাইক। ওই পুরস্কার পাওয়ার তিনদিনের মধ্যেই শুরু হলো নতুন আলোচনা।
সোমবার (২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে ২০১৮-১৯ মৌসুমের ফিফা বেস্টের সেরা তিন ফুটবলারের নাম। যেখানেও মেসি-রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দীতায় আছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। গত মৌসুমে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন তিনি, সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগেও দ্বিতীয় হয়েছিল তার দল।
২০১৮-১৯ মৌসুমে মেসির গোল সংখ্যা ছিল ৫০টি। তার ক্লাব বার্সেলোনাকে জিতিয়েছেন লা-লীগার শিরোপাও। মেসির চেয়ে গোল কম করলেও রোনালদো তার ক্লাব জুভেন্টাসের হয়ে লীগ জেতার পাশাপাশি পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স কাপ।
অপরদিকে, মেসির সামনে থাকছে এক অধরা শিরোপা জয়ের সুযোগ। এখনো পর্যন্ত পুসকাস ট্রফি পাননি এলএম টেন। এবার সেখানেও আছে তার নাম। যেখানে অষ্টমবারের মতো মনোনীত হওয়া মেসির প্রতিদ্বন্দী কিনতেরো ও ড্যানিয়েল সোরি।
ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় ইউরোপ সেরা ইংল্যান্ডের ফুটবলার লুসি ব্রোঞ্জের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান ও মেগান র্যাপিনো। আর নারী কোচের প্রতিদ্বন্দীতায় ইংল্যান্ডের কোচ ফিল নেভিল, যুক্তরাষ্ট্রের জিল এলিসের সঙ্গে আছেন নেদারল্যান্ডের সারিনা উইগমান।
পুরুষ ফুটবল দলের সেরা কোচের তালিকায় একক আধিপত্য ইংলিশ প্রিমিয়ার লীগের কোচদের। লিভারপুলের জুর্গেন ক্লপ, টটেনহ্যামের মাউরোসিও পচেত্তিনোর সঙ্গে সেরা কোচ হওয়ার দৌড়ে আছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। সেরা গোলরক্ষকের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় লিভারপুলের অ্যালিসন বেকার ও ম্যানচেস্টার সিটির এডারসনের সঙ্গে আছেন বার্সেলোনার টের স্টেগেন।
এমএইচবি/আরআইএস