শেষ মুহুর্তে বড় কোনো নাটকীয়তা ছাড়াই শেষ হলো ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো। সোমবার (২ সেপ্টেম্বর) দলবদলের শেষদিনে বড় কোনো চমক ছিল না, বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা।
দীর্ঘ নাটকের পর বার্সেলোনায় শেষ পর্যন্ত যেতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, থেকে গেলেন পিএসজিতেই। ক্লাব পরিবর্তন করতে পারেননি পল পগবাও। রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান তাকে দলে টানতে চাইলেও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দ্বিধার কারণে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে গেছেন।
তবে সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি লোনে ৬৫ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ছেড়ে দিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন।
মৌসুম শুরুর আগে গ্যারেথ বেলের রিয়াল ছাড়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। বাজে ফর্ম ও জিদানের সঙ্গে শীতল সম্পর্কই তার কারণ। এমনকি প্রাক-বাছাই পর্বের কয়েকটি ম্যাচে বেলকে স্কোয়াডেই রাখেননি জিদান। কিন্তু পরে জিদান নিজের মত পাল্টে ফেলেন। আর তাতে রিয়ালেই থেকে যান বেল।
জুভেন্টাসে চলে যাওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে না দেয়ায় সেখানেই থেকে গেছেন ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান রাকিটিচ। তুরিনের বুড়িরা তাকে নিতে চাইলেও নেইমারকে নিতে না পারায় বার্সেলোনা রাকিটিচকে নিজেদের ডেরায় রেখে দিয়েছে।
পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত ফ্রেঞ্চ গোলরক্ষক আলফোনসে আরেওলা পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। থিবো কর্তোয়ার ব্যাকআপ হিসেবে রিয়াল তাকে দলে ভিড়িয়েছে। আরেওলাকে নেয়ার বিনিময়ে তারা কেইলর নাভাসকে পিএসজিতে ছেড়ে দিয়েছে।
আরআইএস