চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে আফগান ব্যাটসম্যানরা।
রহমত শাহের সেঞ্চুরিতে ভর করে দিনশেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান করে নাঈম হাসানের স্বীকার হন রহমত। ৮৮ রান করে অপরাজিত থাকা অভিজ্ঞ আসগর আফগানের সঙ্গে ৩৫ রান করে অপরাজিত আছেন আফসার জাজাই।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। আফগানিস্তানের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ দলের দিকেই ম্যাচের লাগাম ধরে রাখার কাজটা করেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম । ম্যাচের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ইনসানউল্লাহ ১০ রান করে তাইজুলের টার্ন করা বলে বোল্ড হন। আফগানদের দলীয় রান তখন ১৯। আর তাতেই ২৫তম টেস্ট খেলতে নামা তাইজুল ১০০ উইকেটের দেখা পান। যা বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম একশ উইকেট পাওয়ার রেকর্ড।
তৃতীয় টাইগার বোলার হিসেবে তাইজুল টেস্টে ১০০ উইকেট লাভ করলেন। তার আগে নিজের ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে ১০০তম উইকেট শিকার করেছিলেন সাকিব। বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেট দখল করা মোহাম্মদ রফিক নিজের ৩৩তম টেস্টে এই কীর্তি গড়েছিলেন।
সফরকারীদের দলীয় ৪৮ রানের মাথায় তাইজুলের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি ইবরাহিম জাদরান। লং অফে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ে ৬৯ বলে ৩ চারের মারে ২১ রান করা ইবরাহিম ফিরে যান।
টাইগারদের স্পিন আক্রমণ সামলে নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাভাবিক ছন্দে খেলে রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনছিলেন। তবে সাকিব আল হাসান বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লাঞ্চের আগের শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিং আক্রমণে আনলেন। আর তাতেই বাজিমাত। ১৪ রান করা শাহিদি প্রথম স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে আসার পর দুই আম্পায়ার লাঞ্চের ঘোষণা দেন।
লাঞ্চের পর ব্যক্তিগত ৪২ রানে থাকা আজগর আফগানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ লেগ বিফোরের আবেদন করার পর আম্পায়ার তাতে সাড়া দিলেও রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। সেই তিনিই অপরাজিত থেকে দিনশেষ করেছেন।
চা-বিরতির আগে ১৯৩ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তানের দুই ব্যাটসম্যানকে বিরতির ঠিক পরেই তুলে নেন স্পিনার নাঈম হাসান। সেঞ্চুরি করা রহমত শাহকে ফেরানোর পর মোহাম্মদ নবীকে শূন্য রানেই আউট করেন তিনি। তবে এরপরই জাজাইকে নিয়ে জুটি গড়েন আসগর আফগান।
তাদের দুইজনের অপরাজিত ৭৪ রানের জুটিতে বেশ ভালো অবস্থানে থেকেই দিনশেষ করেছে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান আর বাকি একটি উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
এমএইচবি