কোহলির কেনো এই দশা!

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৯:৫৩ পিএম কোহলির কেনো এই দশা!
নিজের টুইটার একাউন্টে ছবিটি পোষ্ট করেন কোহলি

খালি গায়ে উদভ্রান্ত অবস্থায় রাস্তায় বসে আছেন বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যে কারো জন্যই এটা চমকে যাওয়ার মতো ব্যাপার। সেই ঘটনাই ঘটেছে বাস্তবে। কোনো বিজ্ঞাপনে নয়, কোহলিকে এমন অবস্থায় দেখা গেছে খোদ তার ভ্যারিফাইড টুইটার একাউন্টে। 

বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেন কোহলি। ছবিটি একেবারেই পছন্দ হয়নি তার ভক্ত-সমর্থকদের। এরপর থেকেই ভারতীয় অধিনায়ককে নিয়ে সমালোচনায় মেতেছেন সবাই।  

কোহলির এই ছবির সঙ্গে একদল মেলাচ্ছেন মঙ্গলবার হেলমেট ছাড়া চালান নেয়ার সময় পুলিশকে ২৩ হাজার টাকা জরিমানা এক ব্যক্তির সঙ্গে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেট ট্রল হয়। কোহলির পোষ্টে একজন লিখেছেন, ‘ বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার ট্রাফিক চালান পরিশোধ করার পর।’ 

এমএইচবি

আরও সংবাদ