আফগানিস্তান ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা নিশ্চিতভাবেই রশিদ খান। সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটির তিন ফরম্যাটের অধিনায়কই তিনি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামেন রশিদ।
এর মাধ্যমেই বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক বনে যান এই আফগান অলরাউন্ডার। ওই রেকর্ডে তিনি নাম লিখিয়েছিলেন টস করার সময়ই। এরপর মাঠে নেমে আরেক রেকর্ডেও নিজের নাম তুলেছেন রশিদ। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬১ বলে ৫১ রান করেন রশিদ। এরপর বল হাতে তৃতীয় দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান নাঈম হাসানকে বন্দী করেন লেগ বিফোরের ফাঁদে ফেলার মাধ্যমে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। সঙ্গে চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট ও ফিফটি করার কৃতিত্ব দেখান রশিদ।
সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে পাঁচ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ফিফটি করেন তিনি।
রশিদ ও সাকিব ছাড়াও এই কীর্তি আছে আরও দুইজন অধিনায়কের। ১৯০৫ সালে অস্ট্রেলিয়ার ব্পিক্ষে প্রথমবার এমন কৃতিত্ব দেখান ইংল্যান্ডের স্ট্যানলি জ্যাকসন এরপর ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অধিনায়কের অভিষেকেই পাঁচ উইকেট ও ফিফটি করেন।
এমএইচবি