ভালো জায়গায় বল ফেলেছি, কিন্তু উইকেট পাইনি: মিরাজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৯:৪৩ পিএম ভালো জায়গায় বল ফেলেছি, কিন্তু উইকেট পাইনি: মিরাজ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনশেষ ম্যাচের লাগামটা নিঃসন্দেহে আফগানিস্তানের হাতে। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কিংবা বোলিং কোনোটাই হচ্ছে না ঠিকঠাক। প্রথম ইনিংসে ৩৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট হাতে রেখে ২৩৭ রান করে ফেলেছে আফগানিস্তান। 

তবে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছেন ঠিক জায়গায়ই বল করেছেন তারা। নিজেদের ব্যর্থতার চেয়ে তিনি বড় করে দেখছেন আফগান ব্যাটসম্যানদের দক্ষতাকে। তাদের উইকেট পেতে বাংলাদেশের বোলারদের বেশ কষ্টই করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

মিরাজ বলেন, ‘একজন বোলার হিসেবে আমি বলতে পারি যে, আমরা ভালো জায়গায় বল করেছি; কিন্তু উইকেট বের করতে পারিনি। ওরা খুব ভালো ব্যাটিং করেছে, অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে। আমি যখন বোলিং করেছি, অনেক কষ্ট করতে হয়েছে উইকেটের জন্য। আমি কিন্তু শেষের উইকেট পেয়েছি, আগেরগুলো পাইনি। অনেক কষ্ট করে উইকেট নেয়ার চেষ্টা করেছি, তবে ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে এটা মানতেই হবে।’

তিনি আরও বলেন, ‘ওরা মাত্র শুরু করেছে টেস্ট ক্রিকেটে খেলা। ওরা চাইবেই যেন বিশ্বকে ভালো কিছু করে দেখাতে পারে। এ কারণে ওদের রোমাঞ্চ বেশি থাকাটাই স্বাভাবিক। মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নিয়ে এসেছে আমাদের সঙ্গে খেলতে। আমাদের প্রস্তুতিও ভালো ছিল। তবুও ভালো দিন খারাপ দিন আসতেই পারে। আমাদের দুর্ভাগ্য যে, দুটো দিন আমাদের ভালো যায়নি।’

এমএইচবি

আরও সংবাদ