আশাবাদী সাকিব জানালেন টেস্ট জয়ের ফর্মুলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৭:৪৩ পিএম আশাবাদী সাকিব  জানালেন টেস্ট জয়ের ফর্মুলা
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান। ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হারটা এখন অনেকের কাছেই সময়ের ব্যাপার। নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপর বিরাগভাজন হয়ে অনেকেই হয়ত ঠিক করেছেন কাল খেলা দেখতে বসবে না। তবে চারদিনের মধ্যে দ্বিতীয়বার সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের কথা শুনলে কিছুটা আশাবাদী তারা হতেই পারেন। 

চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে এসে রীতিমতো জয়ের ফর্মুলাই বলে দিয়ে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘টেস্ট জিততে আর কত দরকার? ২৭০ (২৬২)। একজন ১৫০ আর একজন ১২০ করলেই তো হয়ে যাবে।’

সাকিব যা বলেছেন, তা কী আদৌ সম্ভব? এমন প্রশ্নের জবাবের সঙ্গে সাকিব জানিয়েছেন, বৃষ্টিও বাঁচাতে পারে তাদের। তিনি বলেন, ‘দুনিয়াতে কিছুই অসম্ভব নয়। দেখা যাক না কী হয়। আরেকটা উপায় আছে বৃষ্টি, ওটাও আমাদের বাঁচাতে পারে। বেশ কয়েকটা পথ আছে। এখন বাকিটা দেখা যাক।’

তবে আশার বাণী শুনালেও বাংলাদেশ যে ম্যাচ হারের খুব কাছেই আছে সে বাস্তবতাও অস্বীকার করেননি সাকিব। চারজন ক্রিকেটারের কাছ থেকে অন্তত মানসিক লড়াইটা দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

তিনি আরও বলেন, ‘এখন বাস্তব রেজাল্ট তো আমরা এই ম্যাচ হারের খুব কাছাকাছি। একমাত্র বৃষ্টি আছে আর আল্লাহ যদি স্বয়ং আমাদের দুইজন প্লেয়ারের ওপর দৃষ্টি না দেন, তাহলে হারার সম্ভাবনাটাই খুব বেশি। এখানেও আসলে একটা চ্যালেঞ্জ থেকে যায়। আমরা যে ৪ জন বাকি আছি, তারা যদি কিছু একটা করে দেখাতে পারি। বা কিছু করতে না পারলেও, লড়াই করার যে মানসিকতা, আমরা যে এতোদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি, এটলিস্ট ঘরের মাঠে ভালো কিছু করেছি, তার যে একটা প্রমাণ অন্তত আমরা রেখে যেতে পারি। হয়তো হারতে পারি, তবে ঐ যে লড়াই করার যে একটা ছাপ, সেটা যেন আমরা দেখাতে পারি।’

এমএইচবি

আরও সংবাদ