সকাল থেকেই ঢাকার আকাশে মেঘেদের আনাগোনা। দুপুরের দিকে তা পড়লোও খানিকটা। গুড়িগুড়ি করে তা পড়ছে বিকাল পর্যন্তও। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ৪৮ ভাগ, ৬টায় ৪২ ভাগ, ৭টায় ৩২ ভাগ, ৮টায় ২৯ ভাগ। এরপর ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ২৯-১৫ ভাগ।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ঘরের মাঠে এর আগে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ বাদে শিরোপা জেতেনি বাংলাদেশ। সেই পথে এখন একমাত্র বাঁধা আফগানরা। তবে এখন টাইগারদের সামনে বাঁধা হিসেবে হাজির হয়েছে বৃষ্টিও।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে খেলার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, ‘যদি খেলা না হয় তাহলে কী হবে?’ বৃষ্টিতে যদি ফাইনালের একটি বলও মাঠে না গড়ায় তাহলে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অর্থাৎ শিরোপা ভাগাভাগি করতে হবে সাকিব আল হাসান ও রশিদ খানকে।
এমএইচবি