ইংলিশ কারাবাও কাপ

চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসি-ম্যানইউ

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৯:৪২ এএম চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসি-ম্যানইউ
কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

সহজ জয়ে ইংলিশ কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে লিভারপুল ও চেলসি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরের রাউন্ডে যেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে, তারা জয় পেয়েছে টাইব্রেকারে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মিল্টন কেইন্স ডন্সের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে অলরেডরা। ম্যাচের ৪১ মিনিটে জেমস মিলনারের গোলে লিড পায় অতিথিরা। বিরতির পর ৬৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানা-হুভার।

স্টাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত আরেক ম্যাচে গ্রিমসবি টাউনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে রস বার্কলির গোলে লিড পায় স্বাগতিকরা। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতসুয়াই। ১৯ মিনিটে গ্রিমসবি টাউনের হয়ে ব্যবধান কমান ম্যাট গ্রিন। ৪৩ মিনিটে চেলসির হয়ে গোল করেন পেড্রো।

বিরতির পর ৫৬ মিনিটের মাথায় কুর্ট জুমা, ৮২ মিনিটে জেমস, ৮৬ মিনিটে মিচি বাতসুয়াই এবং ৮৯ মিনিটে ক্যালাম হাডসন-ওডোই চেলসির হয়ে গোল করলে তারা বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এর মধ্যদিয়ে তৃতীয়বারের মতো কারাবাও কাপ কোনো ম্যাচে ৭ গোল পেল চেলসি। ১৯৬০-৬১ মৌসুমে টুর্নামেন্টের অভিষেক আসরে মিলওয়াল ও ডনক্যাস্টারের বিপক্ষে ৭ গোল করেছিল ব্লুজ নামে খ্যাত ক্লাবটি।

এদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে রোচডেলের ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ম্যাচের ৬৮ মিনিটে গ্রিনউডের গোলে রেড ডেভিলরা এগিয়ে গেলেও ৭৬ মিনিটে মাথেসনের গোলে সমতায় ফেরে রোচডেল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আরআইএস   
 

আরও সংবাদ