স্টেড রেনেসের বিপক্ষে ২-০ গোলে হেরে গিয়ে লীগ ওয়ানে ঘরের মাঠে টানা ২২ ম্যাচ পর হারের স্বাদ পেল পিএসজি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে মার্শাল মুনেতসির নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে তা হেডে জালে জড়িয়ে স্টেড রেনেসকে এগিয়ে দেন হাসসানে কামারা।
৪৪ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং। আগে থেকেই ইনজুরির কারণে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি। তার মধ্যে চুপো-মোটিংয়ের ইনজুরি দলটির জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এলো।
বিরতির পর ৮৪ মিনিটে নেইমারের শট বাইরের জালে লাগলে স্বাগতিকদের আর সমতায় ফেরা হয়নি। উল্টো ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে থমাসের পাসে বল পেয়ে বাইসাইকেল কিকে গোল করে স্টেড রেনেসের জয় নিশ্চিত করেন বউলায়ে দিয়া।
এই ম্যাচে হারলেও পিএসজি ৭ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে।
আরআইএস