জালিয়াতি করে বর্ষসেরার খেতাব জিতেছেন মেসি, আছে প্রমাণও!

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৬:৪১ পিএম জালিয়াতি করে বর্ষসেরার খেতাব জিতেছেন মেসি, আছে প্রমাণও!
ছবি : গেটি

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে মিলানে অপেরা হাউজ লা স্কালায় আয়োজিত  ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান বার্সেলোনার আর্জেন্টাইন ফরয়ওয়ার্ড লিওনেল মেসি।জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে  ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন তিনি।

তবে ভোট জালিয়াতি করে বর্ষসেরার খেতাব জিতেছেন মেসি, এমন অভিযোগ তুলছেন অনেকে। সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচের দাবি তিনি মেসিকে ভোট দেননি। কিন্তু পরে তিনি জানতে পেরেছেন তার ভোট গেছে আর্জেন্টাইন অধিনায়কের বাক্সে। তার প্রথম পছন্দ ছিল লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। 

দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভি চ্যানেলকে সুদানের কোচ বলেন, ‘প্রথম স্থানে সালাহকে ভোট দিয়েছি, দুইয়ে সাদিও মানে, তিনে কিলিয়ান এমবাপ্পেকে ভোট দিয়েছি। সইয়ের পর ভোটের আবেদনপত্রের একটি ছবিও তুলেছি আমি। কিন্তু তারপর কী ঘটেছে জানি না।’

ড্রাভকো লোগারুসিচের দেয়া ভোটের কাগজ। ছবি : টুইটার
ফিফার প্রকাশিত ফলাফলে  ড্রাভকো লোগারুসিচের ভোট। ছবি : টুইটার

এমএইচবি

আরও সংবাদ