অক্টোবরে বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৮:২১ এএম অক্টোবরে বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

বেসরকারি সংগঠন চলো খেলি'র উদ্যোগে আগামী অক্টোবর মাসে দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। 

চলো খেলি'র বোর্ড অব ট্রাস্টি মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকা তারকা ইতোমধ্যে বাংলাদেশে আসতে রাজি হয়েছেন।

তিনি বলেন, মূলত স্বাধীন বাংলা ফুটবল দলের সবাইকে সম্মাননা দেয়ার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। উনারা ৩৫ জন আমাদের কিংবদন্তি। পেলে পৃথিবীর কিংবদন্তি। বাংলাদেশের কিংবদন্তিদের সম্মান দেয়ার জন্য কিংবদন্তি (পেলে) আসবেন।   

উল্লেখ্য, অক্টোবরে অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকা আসবেন ব্রাজিলিয়ান ফুটবলের এ সুপারস্টার।

ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান ‘কালো মানিক' পেলেকে বাংলাদেশে আনার সমস্ত কিছু দেখভাল করছেন। বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে ট্রাস্টটির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে ।

বিশ্বব্যাপী ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই কাজ করছে।

সূত্র : চ্যানেল টুয়েন্টি ফোর 

আরও সংবাদ