বাংলাদেশের ক্রিকেটের যত কোচ এসেছেন তাদের প্রায় সবাই সাকিব আল হাসানকে স্বীকৃতি দিয়েছেন দলের সবচেয়ে মেধাবী ক্রিকেটজ্ঞানের অধিকারী হিসেবে। পুরো বিশ্বব্যাপীই তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা বেড়ান। অভিজ্ঞতার ঝুঁলিটাও তাই বেশ সমৃদ্ধ তার।
তবে দেশের ক্রিকেটের উন্নতির জন্য কখনো বিসিবি তার কাছে কিছু জানতে চায়নি বলেই জানিয়েছেন সাকিব। সম্প্রতি যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন না যে বিসিবি থেকে ডেকে আমাদের কাছে জানতে চেয়েছে কী করলে ভালো হয়। আবার আমরা কিংবা আমি গিয়েও কখনো বলিনি এটা করলে ভালো হয়। আমার কাছে মনে হয় দুই দিক থেকেই দোষ আছে।’
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় সাকিব আল হাসান অধিনায়কত্ব করছেন কী না। এই ব্যাপারে তিনি বলেন, ‘সবাই সম্মিলিতভাবে বসেই অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আমি থাকবো কী থাকবো না, তখন বুঝা যাবে। কারণ তখন অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, অনেক কিছু সমাধান হবে অনেকগুলো হবে না। তারপর আসলে বুঝা যাবে কী হচ্ছে।’
অধিনায়কত্ব উপভোগ করেন কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে সবসময় করি না, আবার একদমই যে করি না তেমনও না। আমার কাছে কখনো মনে হয় না এটা জীবনের সবকিছু । এ কারণে অনেক সময় সহজ লাগে, আবার এই কারণেই কঠিন লাগে। যখন প্রত্যাশা একটা পর্যায়ে চলে যায়, তখন অনেক সময় জিনিসটা কঠিন হয়ে যায়।’
এমএইচবি