ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৯:২৬ পিএম ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। 

প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকেও একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। 

সাম্প্রতিক সময়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে প্রতিপক্ষ দেশটি। এর আগে ২০১৭ সালের সাফে তিন গোলে পিছিয়ে থেকেও প্রতিপক্ষকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। সঙ্গে সাফের অনূর্ধ্ব ১৫তে ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল মেহেদীরা। সেই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপাও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বাংলাদেশি যুবরা মুখোমুখি হবে ভারতের। সেখানেই নির্ধারিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শ্রেষ্ঠত্ব।

এমএইচবি

আরও সংবাদ