প্রধানমন্ত্রীর অনুকরণীয় নেতৃত্বে সঞ্চারিত যুবসমাজ : সাকিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৫:৩৫ পিএম প্রধানমন্ত্রীর অনুকরণীয় নেতৃত্বে সঞ্চারিত যুবসমাজ : সাকিব 
‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ করাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। ফটো : সংগৃহীত

বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সাকিব তার দেয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের যুবকরা আমাদের ভবিষ্যতের প্রত্যাশা, আজকের যুবকরা আগামীকাল বাংলাদেশের নেতৃবৃন্দ। আমাদের দেশের যুবসমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকরণীয় নেতৃত্বে সঞ্চারিত। যিনি ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য আমাদের পথ আলোকিত করার জন্য মশালটিকে দৃঢ়তার সঙ্গে বহন করেন।’

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে প্রধানমন্ত্রী ইউনিসেফ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই মঞ্চে বসতে পেরে আমি অত্যন্ত গর্বিত। দক্ষতার বিকাশ, হ্রাস শিশু মৃত্যুর হার, শিক্ষার হার এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করছেন।’ 

‘আমার বিনীত কৃতজ্ঞতা ইউনিসেফের কাছে, তারা তার (প্রধানমন্ত্রী) প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন এবং বাংলাদেশি যুবসমাজের অগ্রগতিকে সম্মান জানিয়েছে এবং আমার তরুণ দেশের পক্ষে আমাকে কথা বলার অনুমতি দেয়ার জন্য।’ 

‘যুবকদের বিভিন্ন মুখ এবং কথা থাকতে পারে, কিন্তু আমরা সকলেই এক উজ্জ্বল বাংলাদেশ গড়তে আমাদের ভালোবাসা এবং উৎসর্গের সঙ্গে ঐক্যবদ্ধ। আমরা সকলেই এগিয়ে গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। সবাইকে আজ একসঙ্গে পদক্ষেপ নিতে হবে।’

আরআইএস 

আরও সংবাদ