উইজনালডামের গোলে সাতে সাত লিভারপুল 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৭:৩৫ পিএম উইজনালডামের গোলে সাতে সাত লিভারপুল 

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) জর্জিনিয়ো উইজনালডামের লক্ষভেদে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের ফলে ইপিএলে সর্বাধিক টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে অলরেডরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শেফিল্ড ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অলরেডরা লাল জার্সির পরিবর্তে কালো জার্সিতে মাঠে নেমেছিল। 

খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর ম্যাচের ৭০ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে নেয়া ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ম্যাচের একমাত্র গোলটি করে অতিথি দলের জন্য স্বস্তি এনে দেন ডাচ ফুটবলার উইজনালডাম। তার গোলেই শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ক্লপের শিষ্যরা।

লীগে এখন পর্যন্ত সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানকে মজবুত করেছে লিভারপুল। 

আরআইএস  
 

আরও সংবাদ