জাতীয় দলের ক্রিকেটাররা যা পারেননি, সেই কাজটি দারুণভাবে করে দেখালো অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা।
রোববার (২৯ সেপ্টেম্বর) লিংকনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা কিউই যুবারা ৪৮ ওভারে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায়। স্বাগতিকদের পক্ষে সর্বাধিক ৪০ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন পমারে। এছাড়া, অলি হোয়াইট ৩০ এবং কনর অ্যানসেল ২১ রান করেন।
বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ৯ ওভারে ৪৪ রান দিয়ে নেন ৩ উইকেট। শামিম হোসেন ২টি এবং একটি করে উইকেট লাভ করেন তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসান।
জবাবে লাল-সবুজের দল ৬৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক আকবর আলী ৬১ বলে ১১ চারের মারে অপরাজিত ৬৫ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এছাড়া তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয় ২৮, তৌহিদ হৃদয় ২৬ এবং শাহাদাত হোসেন অপরাজিত ২৪ রান করেন।
ব্য্যাক ক্যাপসদের পক্ষে জেসে তাসকফ ২টি এবং আরডি জ্যাকসন একটি উইকেট পান।
আরআইএস