আবারো নিয়োগ হবে টিম ইন্ডিয়ার হেড কোচ! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৩:৪৮ পিএম আবারো নিয়োগ হবে টিম ইন্ডিয়ার হেড কোচ! 
রবি শাস্ত্রী নিয়োগ যেকোনো সময় বাতিল হয়ে যেতে পারে। ফাইল ফটো

ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সুপারিশ অনুযায়ী দ্বিতীয় দফায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে নিয়োগ পেয়েছিলেন রবি শাস্ত্রী। অথচ তার চাকরিটাই এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। কারণ শাস্ত্রীর নিয়োগ যেকোনো সময় বাতিল হয়ে যেতে পারে।

যদিও রবি শাস্ত্রী কোনো প্রকার অপরাধ করেননি। বোর্ডের সঙ্গে তার বিন্দুমাত্র দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। ২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর দায়িত্ব পরিচালনা করে যাওয়ারও কথা ছিল। তারপরেও সাবেক এই ক্রিকেটারের কোচের পদে থাকা নিয়ে জেগেছে সংশয়।

বিসিসিআইয়ের নৈতিকতা কমিটির কর্মকর্তা ডিকে জৈন জানিয়েছেন, সিএসিতেই রয়েছে স্বার্থের সংঘাত। যে কারণে শাস্ত্রীর নিয়োগপত্র অবৈধ হয়ে যেতে পারে। 

সিএসির তিন সদস্য কপিল দেব, অংশুমান গাইকোয়ার এবং শান্তা রাঙ্গাস্বামীর বিরুদ্ধে স্বার্থের সংঘাত বিষয়ক প্রশ্ন উঠেছে। তাদের কাছে লিখিত নোটিশও পাঠানো হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে তাদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সিএসি সদস্যদের ভেতরে স্বার্থের সংঘাত রয়েছে- এমনটি প্রমাণিত হলে কোচ হিসেবে শাস্ত্রীর নিয়োগ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন সিএসি গঠনের পাশাপাশি আবারো ভারতীয় দলের হেড কোচ নিয়োগ করা হবে।

শুধু যে রবি শাস্ত্রী একাই ঝামেলায় পড়েছেন তা কিন্তু নয়। একইসঙ্গে ভারতের নারী দলের কোচ উরকেরি রমনের চাকরিটাও এখন পেন্ডুলামের মতো ঝুলছে। কারণ শাস্ত্রীর মতো তার নিয়োগও সিএসি'র সুপারিশেই হয়েছিল।

সূত্র : জি নিউজ 

আরও সংবাদ