২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক পাকিস্তানে খেলতে যায়নি টেস্ট খেলুড়ে বড় কোন দেশ। অনেক চেষ্টা করেও এই সময়ে কাউকে তাদের দেশে নিতে পারেনি পিসিবি। যদিও বিভিন্ন কৌশলে এর আগে বেশ কিছু বিদেশি খেলোয়াড় এবং দু'একটি দেশকে পাকিস্তানে নিয়ে গেছে তারা।
তবে প্রথম কোনো বড় দেশ হিসেবে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। সেই সফর থেকে আবার আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন লঙ্কানদের দশ তারকা ক্রিকেটার। তাদের এই সফরের জন্য অনেক প্রতিশ্রুতিও দিতে হয়েছে পাকিস্তানকে।
সেই জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি রাখতে চায়নি পিসিবি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই চলছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। তবে লঙ্কান ক্রিকেটারদের এমন নিশ্চিদ্র নিরাপত্তা দেয়া দেখে হাসছে খোদ পাকিস্তানের মানুষেরাই। তেমন একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওটি করেছেন দু'জন ব্যক্তি। নিজেদের গাড়িতে বসেই মোবাইলে ভিডিও করেছেন তারা। উল্টো দিকের লেন ধরে তখন শ্রীলঙ্কার টিম বাস যাচ্ছিল। আর দুটি ছোট বাসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পাকিস্তানের সেনা ও নিরাপত্তাকর্মীরা। সব মিলিয়ে মোট ৩৪টি গাড়ি। এছাড়া বাইকেও ছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় প্রতিটি রক্ষীর হাতেই রয়েছে অত্যাধুনিক অস্ত্র। আর এমন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে ঠাট্টায় মেতে ওঠেন ওই দুই ব্যক্তি।
নিরাপত্তা বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুল্যান্স। যা দেখার পর একজন বলেন, ‘এত আয়োজনের পরও ওদের নিজেদের উপর আস্থা নেই। যদি কিছু ঘটে যায়! সেই আশঙ্কায় আবার একটি অ্যাম্বুল্যান্স রয়েছে। এত আয়োজন নিয়ে তো যুদ্ধে চলে যাওয়া যায়।’
সেই ভিডিও আবার শেয়ার করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি লিখেছেন, ‘কাশ্মীর কাশ্মীর করতে করতে করাচির কথা ভুলেই গেছে।’