ব্যাট হাতে তিনি বরাবরই ছিলেন উজ্জ্বল, উইকেটের পেছনে গ্লাভস হাতেও কুমার সাঙ্গাকারা দেখিয়েছিলেন সমান দক্ষতা। মাঠের বাইরেও প্রশংসিত চরিত্রই ছিলেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। এরপর থেকে যুক্ত আছেন ধারাভাষ্যসহ বেশ কয়েকটি কাজে।
এবার ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) সভাপতির দায়িত্ব পেয়েছেন সাঙ্গাকারা। মনোনয়ন নিশ্চিত হয়েছিল আগেই, মঙ্গলবার (০১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বও গ্রহন করেছেন তিনি।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির ইতিহাসে প্রথম নন-ব্রিটিশ সভাপতি এই লঙ্কান কিংবদন্তি। গত মে মাসে এমসিসির বার্ষিক সাধারণ সভা শেষে পরবর্তী সভাপতি হিসেবে জানানো হয়েছিল সাঙ্গাকারার নাম। অভিজাত এই ক্লাবের সভাপতি হতে পেরে গর্বিত তিনি।
সাঙ্গাকারা বলেন, 'এমসিসির প্রেসিডেন্ট হওয়ার সম্মান পেয়ে আমি রোমাঞ্চিত। আগামী এক বছর এমসিসির সঙ্গে ক্রিকেটের জন্য কাজ করতে আমি মুখিয়ে আছি। আমাদের ভালোবাসার খেলাটিতে আরও অনেক সমর্থক নিয়ে আসার সুযোগ আছে আমাদের। পাশাপাশি স্থানীয়ভাবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমসিসি যেসব কাজ করে, সেসব নিয়ে মানুষকে আরও জানানোর প্রয়োজন আছে।'
এমএইচবি