আবর্জনাসুলভ কথাবার্তা বলছে ইমরান : সৌরভ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৯, ০৬:৪৩ পিএম আবর্জনাসুলভ কথাবার্তা বলছে ইমরান : সৌরভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বেশ কয়েক দিন জুড়েই চলছে আলোচনা। ভারতের সর্বত্রই ইমরানের ভাষণের কঠোর সমালোচনা চলছে। যার থেকে বাদ যায়নি ক্রিকেটও। ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ এই ব্যাপারে প্রথম মুখ খুলেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের এমএসএনবিসি টিভি চ্যানেলের টক শোতে ইমরানের করা একটি মন্তব্যের জবাবে ওই অনুষ্ঠানের উপস্থাপক বলেন, ‘আপনাকে ঠিক পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, আপনার কথা ব্রোনক্সের (মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর) একজন ঢালাইকরের মতো।’

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন শেওয়াগ। ক্যাপশনে তিনি লিখেন, ‘উপস্থাপক বললেন, আপনার কথা ব্রোনক্সের (মার্কিন যুক্তরাষ্ট্রে) একজন ঢালাইকরের মতো। কিছুদিন আগে জাতিসংঘে করুণ বক্তৃতার পর এই লোকটা মনে হয় নিজেকে ছোট করার জন্য নতুন পথ খুঁজে বের করছে।’

শেবাগের টুইটের জবাবে গাঙ্গুলী লিখেছেন, ‘ভিরু (শেবাগের ডাক নাম) আমি এটা দেখে হতভম্ব হয়ে গেছি...নজিরবিহীন বক্তব্য...বিশ্বের এখন শান্তি দরকার, দেশ হিসেবে পাকিস্তানের যা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের নেতা এমন আবর্জনাসুলভ কথাবার্তা বলছে...যে ইমরান খানকে ক্রিকেট বিশ্ব জানত, এ সে নয়...জাতিসংঘে তার ভাষণ ছিল অত্যন্ত বাজে।’

এমএইচবি

আরও সংবাদ