পেনাল্টি গোলে আটে আট লিভারপুল

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৯:৫৪ এএম পেনাল্টি গোলে আটে আট লিভারপুল
গোল পাওয়ার পর গ্যালারিতে থাকা সমর্থকদের সামনে গিয়েই তা উদযাপন করে লিভারপুলের খেলোয়াড়রা। ফটো : টুইটার

শেষ মুহূর্তের পেনাল্টি গোলে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) এখন পর্যন্ত আট ম্যাচ খেলা লিভারপুল সবকটিতে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানকে আরও জোরালো করেছে।

শনিবার (৫ অক্টোবর) অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের ৪০ মিনিটে জেমস মিলনারের বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে অলরেডদের এগিয়ে দেন সাদিও মানে।

৮০ মিনিটের মাথায় আয়োজে পেরেজের পাসে বল পেয়ে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন ডান পায়ের কিকে বল জালে পাঠালে সমতায় ফেরে লেস্টার সিটি। 

সবাই যখন ধরেই নিয়েছিল লিভারপুল নিশ্চিতভাবেই পয়েন্ট নষ্ট করতে বসেছে, তখনই সাদিও মানেকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করে বসেন। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে স্পট কিক থেকে জেমস মিলনার গোল করলে জয় নিশ্চিত করে জুর্গেন ক্লপের দল। 

আরেক ম্যাচে টটেনহ্যামকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। এভারটনের বিপক্ষে একমাত্র গোলে জিতেছে ব্রাইটন। নরউইচ সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস। ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

এখন পর্যন্ত আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আসরের একমাত্র অপরাজিত দল লিভারপুল। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আট ম্যাচ খেলা লেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা বার্নলির পয়েন্ট ১২। ৭ ম্যাচ খেলা আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পয়েন্টও সমান ১২ করে। তবে গোল ব্যবধানে পিছিয়ে আর্সেনাল পঞ্চম ও ওয়েস্ট হ্যাম ষষ্ঠ স্থানে আছে। টটেনহ্যাম হটস্পারের আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে সাত নম্বরে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তার পরেই আছে সাত ম্যাচ খেলা চেলসি। 

আরআইএস 
 

আরও সংবাদ