দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো ভারত

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৩:০৫ পিএম দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালো ভারত
ছবি : ইএসপিএন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৩ রানের বড় ব্যবধানের জয় দিয়েই টেস্ট সিরিজ শুরু করেছে ভারত। ১১ রানে এক উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করা প্রোটিয়ারা শেষ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই অলআউট হয়ে যায়। আগের দিন ডিন এলগারের উইকেট হারানোর পর অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ডি ব্রুইন ও থিম্বা বাভুমা পঞ্চম দিন শুরু করেন। 

দলীয় ১৯ রানের মাথায়ই রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে আউট হন ডি ব্রুইন। স্কোরকার্ডে আর এক রান তুলতেই মোহাম্মদ শামির শিকার হন বাভুমা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৭০ রানেই শেষ আট উইকেট হারিয়ে ফেলে তারা। 

নবম উইকেট ৯১ রানের জুটি গড়েন ডেন পাইডিদ ও মুতুসামি। এই দুইজনের জুটি টিকে থাকে লাঞ্চ পর্যন্ত। তবে এরপরই দশ নম্বরে খেলতে নেমে ৫৬ করা পাইডিদকে সাজঘরে ফেরান শামি। শেষ পর্যন্ত মুতুসামি ৪৯ রান করে অপরাজিত থাকলেও ১৯১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তারা ম্যাচ হারে ২০৩ রানের বড় ব্যবধানে। 

এর আগে প্রথম ইনিংসে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরি ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৫০২ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে কম যায়নি দক্ষিণ আফ্রিকাও। ডিন এলগার ও ডি ককের সেঞ্চুরিতে ‍৪৩১ রান তুলে অলআউট হয় তারা। এরপর তৃতীয় ইনিংসে আবারও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৯৫ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। 

এমএইচবি/আরআইএস 

আরও সংবাদ