মুরালিধরনের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৩:১৮ পিএম মুরালিধরনের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন
একটি রেকর্ডের কারণে মুরালিধরনের সঙ্গে উচ্চারিত হবে রবীচন্দ্রন অশ্বিনের নাম। ফটো: স্পোর্টস কিডা

বিশাখাপত্তম টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে থিউনিস ডি ব্রুইনকে বোল্ড করে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ভারতের অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

রোববার (৬ অক্টোবর) টেস্টের পঞ্চম ও শেষ দিনে প্রোটিয়াদের ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতেছে স্বাগতিক ভারত। তার আগে অশ্বিন এমন এক কীর্তি গড়েছেন, যাতে তার নাম এখন একটি রেকর্ডের কারণে মুরালিধরনের সঙ্গে উচ্চারিত হবে।

ক্যারিয়ারের ৬৬তম টেস্টে খেলা অশ্বিন অতিথি দলের ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইনকে নিজের শিকার বানিয়ে দ্রুততম সাড়ে তিনশো উইকেটের মাইলফলকে পা রেখেছেন। একই কীর্তি তার আগে গড়েছিলেন মুরালিধরন। 

মুরালিধরন ১০৬ ইনিংস বোলিং করে টেস্টে ৩৫০ উইকেটের দেখা পেলেও অশ্বিন তা পেয়েছেন ১২৪ ইনিংসে। ৬৬ টেস্ট পর্যন্ত লঙ্কান কিংবদন্তি ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ২৮ বার; অশ্বিন পেয়েছেন ২৭ বার, ম্যাচে ১০ উইকেট দুইজনই পেয়েছেন সমান ৭ বার।

একটি পরিসংখ্যানে অবশ্য মুরালিধরনের চেয়ে অশ্বিন এগিয়ে আছেন। ৩৫০ উইকেট পেতে মুরালিধরনকে করতে হয়েছিল ২১ হাজার ৬৩২টি বল, বিপরীতে অশ্বিন করেছেন ১৮ হাজার ৬৮৫ বল। 

আরআইএস 

আরও সংবাদ