সাকিব আল হাসান- পুরো বিশ্বব্যাপীই তিনি করেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। বিশ্বের বড় বড় সব ফ্র্যাঞ্চাইজি লীগে খেলে বেড়ান বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন বিশ্বসেরা এই অলারাউন্ডার।
প্রথম সাত ম্যাচের চারটিতে হেরে আসর থেকে একটা সময় বিদায়ের শঙ্কায় ছিল সাকিবের দল বার্বাডোজ টাইটেন্স। তবে সাকিব যোগ দেয়ার পর তিন ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলা নিশ্চিত করে বার্বাডোজ।
রোববার দিবাগত রাত দেড়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ। এ ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে তারা। তবে হেরে গেলেও সুযোগ থাকছে তাদের সামনে। এলিমিনেটরের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুুযোগ পাবে বার্বাডোজ। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে বাংলাদেশি সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।
বার্বাডোজ ট্রাইডেন্টসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বাংলায় সাকিব বলেন, ‘আশা করি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করবেন, আপনারা যারা বাংলাদেশে আমাদের খেলা দেখছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। আমি নিশ্চিত আপনারা আমাদের পূর্ণ সমর্থন দেবেন এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারব। ধন্যবাদ সবাইকে।’