সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে নির্মিত ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। নিজ শহর এবং ক্যারিয়ারের প্রথম ক্লাব মালমোর স্টেডিয়ামের সামনে নির্মিত নিজের ভাস্কর্য উম্মোচনের সময় ভক্তদের সামনে হাজির হন সাবেক এই সুইডিশ তারকা।
দেশটির এফএ কমিশনের উদ্যোগে ইব্রাহিমোভিচের প্রতিকৃতিটি নির্মাণ করেন সুইডিশ আর্টিষ্ট পিটার লিন্ডে। এই সুইডিশ তারকার প্যারিসের গ্রেভিন ওয়াক্স মিউজিয়ামে আরও একটি প্রতিকৃতি আছে।
সুইডেনের হয়ে ইব্রাহিমোভিচ খেলেছেন ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত। ১১৬ ম্যাচে গোল করেছেন ৬২টি। পেশাদার ফুটবলে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার- এলএ গ্যালাক্সির হয়ে তিনি খেলছেন।
আরআইএস