‘আমাদের পাকিস্তান সফর সারা বিশ্বের জন্য একটা বার্তা’

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৪:৩৪ পিএম ‘আমাদের পাকিস্তান সফর সারা বিশ্বের জন্য একটা বার্তা’
পাকিস্তানে প্রার্থনারত শ্রীলঙ্কা দল। ছবি : সংগৃহীত

প্রায় এক দশক পর পাকিস্তানে খেলতে গিয়েছিল টেস্ট খেলুড়ে বড় কোনো দেশ। বিভিন্ন কারণেই সিরিজটা ছিল গুরুত্বপূ রণ। তবে সব ছাপিয়ে পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিরাপত্তা। এই সফরের মাধ্যমে পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছিল তারা। 

পাকিস্তানের পক্ষে সেই বার্তা দিয়ে দিলেন খোদ শ্রীলঙ্কার কোচ। মাঠের ক্রিকেটেও লঙ্কানদের বেশ ভালোই কেটেছে এই সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ০-২ ব্যবধানে হেরে গেলেও, টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ছেড়েছে শ্রীলঙ্কা।

দলের শীর্ষ দশ ক্রিকেটারকে ছাড়াই এমন দারুণ এক সফর শেষে লঙ্কান কোচ বলেন, ‘আমাদের এই সফরটা আসলে সারা বিশ্বের জন্য একটা বার্তা। বিশেষ করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে জানাতে চাই, এ সফরটা দারুণ কেটেছে আমাদের। আমরা এখানে ভালোভাবে খেলাটা আরও অন্যান্য দেশগুলোকেও পাকিস্তান সফরে অনুপ্রাণিত করবে।’

তিনি আরও বলেন,  ‘পাকিস্তানের আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ। দীর্ঘদিন পর এমন কিছুর অভিজ্ঞতা পেলাম। পুরো সিস্টেমের কঠোর পরিশ্রমের পরই এটা সম্ভব হয়েছে। আমাদের অনেকেই মনে সংশয় নিয়ে এলেও, পুরো সময়টা দারুণ উপভোগ করেছি। কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থা করায়।’

এমএইচবি

আরও সংবাদ