বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন অসুস্থ হয়ে বর্তমানে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই মাশরাফীর বাবা বুকে ব্যথা অনুভব করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। এরপর দ্রুতই তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। গোলাম মোর্ত্তজা স্বপনের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মশিউর রহমান বাবু জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে গোলাম মোর্ত্তজা স্বপনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়।
ঢাকায় অবস্থানরত মাশরাফী তার বাবার অসুস্থতার খবর পাওয়ার পর শুক্রবার রাতেই আকাশপথে যশোরে রওনা হতে চেয়েছিলেন। সেটি না হওয়ায় আজ শনিবার সকালে যাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে। গোলাম মোর্ত্তজা স্বপনের পাশে বর্তমানে মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা আছেন।
আরআইএস