আবারও সন্তানের বাবা হচ্ছেন তামিম

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০১:২৮ পিএম আবারও সন্তানের বাবা হচ্ছেন তামিম
ছবি : ইন্সট্রাগ্রাম

আবারও বাবা হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। বর্তমানে এক ছেলের বাবা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ছেলে আরহামের পর আবারও নতুন করে সন্তানের বাবা হচ্ছেন তিনি। 

খবরটি নিজেই জানিয়েছেন তামিমের স্ত্রী আয়েশা ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে এই নিয়ে একটি পোষ্ট দেন তিনি। যেখানে ছেলে আরহাম ও তামিমের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।

ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, 'আমি জানি এই ছবির কোয়ালিটি ভালো না কিন্তু এই ছবিটা অমূল্য। চার জনের পরিবার হচ্ছে, ইনশাআল্লাহ। '

এমএইচবি

আরও সংবাদ