ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, পিছিয়েছে ভারত

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৩:০৫ পিএম ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, পিছিয়েছে ভারত
সংগৃহীত ছবি

টানা ভালো খেলার ফল পেল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হার ও ভারতের বিপক্ষে তাদেরই মাঠে ১-১ গোলে ড্রয়ের পর উন্নতি হয়েছে বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়ে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে ৩ ধাপ। ১৮৭ নম্বর থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে।

বাংলাদেশ এগিয়ে গেলেও পিছিয়েছে প্রতিবেশি ভারত, র‌্যাংকিংয়ে ভারত দুই ধাপ পিছিয়ে ১০৬ নম্বরে। সেপ্টেম্বরে ১০৪ নম্বরে ছিল তারা। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫৪ নম্বরে, নেপাল ৬ ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে, ভুটান চার ধাপ পিছিয়ে ১৮৯ নম্বরে,পাকিস্তান দুই ধাপ এগিয়ে ২০২ নম্বরে এবং শ্রীলংকা এক ধাপ পিছিয়ে গিয়ে শ্রীলঙ্কা রয়েছে ২০৩ নম্বরে। 

এদিকে অপরিবর্তিত রয়েছে শীর্ষ তিন দল। ফিফা র্যাংকিংয়ের এক নম্বরে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ফ্রান্স ও তৃতীয় স্থানে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ এগিয়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান এখন ৯ নম্বরে।

আরও সংবাদ