অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ১১:৪০ এএম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ :  গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা 

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চার গ্রুপে মোট ১৬টি দল নিয়ে যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে।

‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। ‘বি’ গ্রুপে থাকছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নাইজেরিয়া। ‘ডি’ গ্রুপে খেলবে- স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবে জাপান ও নাইজেরিয়া। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সুপার পর্বে খেলবে। আর গ্রুপের শেষ দুই দল লড়বে প্লেট পর্বে। আট ভেন্যুতে ২৪ দিনের ব্যাট-বলের লড়াই দেখার জন্য দর্শকরা ফ্রি টিকেটে প্রবেশ করতে পারবে।

৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে। মূল লড়াইয়ে নামার আগে ১২ থেকে ১৫ জানুয়ারি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দলগুলো। আগামী বছরের ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচসমূহ : 

১৮ জানুয়ারি :  বাংলাদেশ-জিম্বাবুয়ে (ভেন্যু: মার্কস ওভাল) 
২১ জানুয়ারি :  বাংলাদেশ-স্কটল্যান্ড (ভেন্যু: উইটর‍্যান্ড ওভাল) 
২৪ জানুয়ারি :  বাংলাদেশ-পাকিস্তান (ভেন্যু: মার্কস ওভাল).

আরআইএস 
 

আরও সংবাদ