প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছিল আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে! যদিও বিষয়টি নিয়ে তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছুই বলা হয়নি।
আয়োজনের দায়িত্বে থাকা ইউরোপীয় এজেন্টের কাছে ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রনালয় দিয়েছিল। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এও বলেছিলেন, আর্জেন্টিনা দলে মেসি থাকতে হবে। আসতে হবে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ দল। কারণ অপূর্ণাঙ্গ আর্জেন্টিনা দল আনার মানেই হয় না।
যদিও বাফুফের পক্ষ থেকে বারবারই আর্থিক সঙ্গতির বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছিল, যাতে করে আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। বাংলাদেশে আসছে না আলবিসেলেস্তেরা। এমনকি আর্জেন্টিনা-প্যারাগুয়ের প্রীতি ম্যাচটিই বাতিল হয়ে গেছে।
পোর্টাল মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, প্যারাগুয়ের পরিবর্তে উরুগুয়ের বিপক্ষে খেলবে মেসিরা। ইসরায়েলের তেল আবিবে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে খেলতে এসেছিল মেসিরা। ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলের জয় পেয়েছিল। সেই ম্যাচে ক্ষুদে জাদুকর লিওনেল মেসির পায়ের জাদু দেখেছিলে ঢাকার দর্শকরা।
আরআইএস