লিটনের ব্যাটিংকে সবচেয়ে সুন্দরভাবে বিশেষায়িত করেছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ। বিশ্বকাপের সময় বলেছিলেন- লিটন দাস ইজ পেইন্টিং মোনালিসা হেয়ার ইন টন্টন টুডে।
২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৩২২ রানের টার্গেটকে সাকিবের যোগ্য সঙ্গী হয়ে রীতিমত ছেলে খেলা বানিয়ে ছেড়েছিলেন লিটন। টন্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে লিটন অপরাজিত ছিলেন ৯৪ রানে। লক্ষ্য আরেকটু বড় হলে নিশ্চিতভাবেই পেয়ে যেতেন শতকের দেখা।
অমিত সম্ভবনা নিয়ে লিটন দাসের আগমন ঘটেছিল ক্রিকেটে। তার শটে মুগ্ধ হননি, এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। অথচ সেই লিটনই ধারাবাহিকতা দেখাতে পারেননি তার চার বছরের ক্যারিয়ারে। ফর্মটাও অনেক দিন থেকেই ভালো যাচ্ছে না। কিছুতেই যেন ব্যাট হাতে তিনি নিজের চিরচেনা রূপটা ফিরে পাচ্ছেন না।
তবে ভারত সফরের আগে দেখা গেল বেশ মনোযোগী হয়ে ওঠেছেন লিটন। হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তাকে একান্তে সময় কাটাতে দেখা গেছে। যেখানে ব্যাট হাতে নিয়েই ডমিঙ্গোর সঙ্গে বেশ কিছুক্ষণ তিনি কথা বলেন।
এর আগে বেলা ৩টায় ফুটবল খেলে গা গরমের মধ্যে দিয়ে শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। এরপর ট্রেনার মারিও ভিলাভারেয়েনের অধীনে শুরু হয় ফিটনেস ট্রেনিং। সেখান থেকে ইনডোরে এসে স্কিল অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।
এদিকে, অনুশীলনে এখনো পর্যন্ত এসে যোগ দেননি টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার যোগ না দেয়ার বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণও জানা যায়নি।
এমএইচবি/আরআইএস