যেকোনো ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে পানি পানের বিরতিতে সাধারণত দলের দ্বাদশ খেলোয়াড় ডাগআউট থেকে দৌঁড়ে পানির বোতল নিয়ে মাঠে যান। ব্যাটিংয়ের সময় প্রয়োজন পড়লে রিজার্ভে থাকা ক্রিকেটার হেলমেট, গ্লাভস, সানগ্লাস, তোয়ালে ইত্যাদি প্রয়োজনীয় বস্তু নিয়ে সতীর্থের দিকে মাঠে ছুটে যান।
তবে এবার ক্রিকেট মাঠে দেখা গেল অভাবনীয় এক দৃশ্য। কোনো দ্বাদশ কিংবা রিজার্ভ খেলোয়াড় নয়, খেলোয়াড়দের জন্য পানি টেনে নিয়ে মাঠে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন!
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে শ্রীলঙ্কা। মূল লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে পিটার সিডলের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে খেলতে নেমেছিল সফরকারীরা। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এমন অভাবনীয় দৃশ্যের দেখা মেলে।
লঙ্কানদের ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে পানির বোতল হাতে এভাবে মাঠে নামতে দেখে অজি ক্রিকেটাররা রীতিমতো বিস্মিত হয়ে। তাদের শরীরী ভাষাতে সেই বিস্ময় পরিষ্কারভাবে ধরা পড়ে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ক্রিকেটারদের জন্য পানি টেনে নিয়ে যাওয়ার ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল শুধুই সময়ের ব্যাপার, হয়েছেও তাই। ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও ফটোটি শেয়ার না করে থাকেননি।
শুধুমাত্র পানি টেনেই নিজের দায়িত্বকে সীমাবদ্ধ রাখেননি স্কট মরিসন; গ্যালারিতে বসে থেকে সার্বক্ষণিকভাবে তিনি ক্রিকেটারদের উৎসাহিত করে গেছেন। অজি ক্রিকেটারদের সঙ্গে হাইফাইভ করতেও তাকে দেখা গেছে। তার এমন বিনয়সুলভ আচরণ সবাইকে অবাক করেছে এবং প্রশংসার জোয়ারে ভাসাতে বাধ্য করছে।
ঘটনাবহুল রোমাঞ্চকর লো-স্কোরিং টি-টুয়েন্টি ম্যাচটা জিতেছে প্রধানমন্ত্রী একাদশ। তারা ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে লঙ্কানদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান করে অতিথিরা। দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ওশাডা ফার্নান্দো। অজিদের হয়ে ২টি করে উইকেট নেন ড্যান ক্রিস্টিয়ান ও ডিয়ালি ব্লুমফিল্ড।
জবাবে ১ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী একাদশ। ওপেনিংয়ে নেমে একাই দলকে টানেন হ্যারি নিয়েলসেন। তিনি ৫০ বল খেলে করেন ৭৯ রান। এছাড়া দুই অংকে পৌঁছান কেবল ক্রিস্টিয়ান। ১৫ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে ৭ বলে ৯ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের জিতিয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ আহমেদ। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লক্ষণ সান্দাকান।
আরআইএস