ঘরের মাঠে যুব সিরিজে দুইটি চারদিনের ম্যাচের প্রথমটি আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। প্রথমবারের মতো বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজ উপলক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার টিম ম্যানেজার এবং অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলামগীর খান আলো, বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইকবাল তাপস, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট টিমের ম্যানেজার সজল আহমেদ চৌধুরী, অধিনায়ক অমিত হাসান, শ্রীলঙ্কার টিম ম্যানেজার পারভেজ মাহরুফ ও অধিনায়ক নিপুন ধনঞ্জয়া প্রমুখ।
ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ যুব দলের অধিনায়ক নিপুন ধনঞ্জায় বলেন, ‘আমরা প্রস্তুত একটি সুন্দর খেলা উপহার দেয়ার জন্য। বরিশালের চারদিনের ম্যাচে ভালো করার জন্য আমরা আশাবাদী। তবে ম্যাচ মাঠে গড়ানোর বিষয়টি এখন নির্ভর করছে আবহাওয়ার উপর।
অপরদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দলের অধিনায়ক অমিত হাসান বলেন, ‘বরিশালের মাঠ ভালো। আমাদের দলও অনেক শক্তিশালী। আমরা আশাবাদী যে খেলাটি প্রতিদ্বন্দ্বিাতাপূর্ণ হবে। বরিশালে প্রথমবারের মতো এমন একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে আমরাও বরিশালবাসীকে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।
এদিকে দিনভর বৃষ্টির কারণে কাল বল মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সকালের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে চারদিনের ম্যাচের শুরুতেই বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে যথা সময়েই খেলা শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। মাঠের আউট ডোর, ইনডোর এবং সাজসজ্জায় সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘শনিবার সকাল ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চারদিনের আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচের উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।
আরআইএস