বাংলাদেশের ক্রিকেটে একটা ঝড়ই বয়ে গেল তিনদিন। ১৩ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছিল দেশের ক্রিকেট। তবে বুধবার রাতে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের বৈঠকের পর আবারও মাঠে ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা।
তবে ওই বৈঠকে বেশ কয়েক জন ক্রিকেটারের সঙ্গে রাগারাগি করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তিনি ক্রিকেটাররা মোবাইল ফোন না ধরায় তাদের নম্বর ডিলেট করে দিয়েছেন বলেও খবর বেরিয়েছিল। ঠিক কত জন ক্রিকেটারের ফোন নম্বর ডিলেট করেছেন পাপন?
এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজনেরই করেছিলাম। সত্যি বললে ফোন শুধু মিরাজকেই করেছিলাম। অন্যদের করিনি, কারণ বোর্ডের অন্যরা ওদের ফোন করেই যাচ্ছিল। কিন্তু ওরা ধরছিল না। তাই আমিও আর চেষ্টা করিনি, করেছি শুধু মিরাজকেই। সবার সামনেই ওর ফোন নাম্বার ডিলিট করার কথাও বলেছি। তবে এখন আবার ঢুকিয়েও নিয়েছি (হাসি...)।’
তবে এখন ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলেও দাবি করেছেন পাপন। রেস্টেুরেন্টে খাওয়ার ব্যাপারে তামিমের পরামর্শ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি আরও বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক এখন একদম স্বাভাবিক। আজ (গতকাল) সকালেই যেমন তামিমকে ফোন করেছি। ওর কাছে ভালো সব রেস্টুরেন্টের খোঁজখবর থাকে। সন্ধ্যায় খেতে যাওয়ার জন্য ওর পরামর্শ নিলাম। ও তিনটি রেস্টুরেন্টের নাম বলল।’
এমএইচবি