আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের জন্য ৫টি দল চূড়ান্ত হয়েছে। স্বাগতিক বাংলাদেশসহ এবারের আসরে অংশ নেবে লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা।
শনিবার (২৬ অক্টোবর) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় অংশগ্রহণকারী বাকি একটি দলের নাম চূড়ান্ত হবে।
বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসর ২০১৮ সালের অক্টোবরে সিলেট, কক্সবাজার আর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসর শুরু হবে ২১ নভেম্বর যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের সবগুলো ম্যাচ হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ফুটবল ফেডারেশনর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ নভেম্বর বাংলাদেশ বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচে ওমানের মুখোমুখি হবে । এরপর ৫ দিনের ক্যাম্প আছে। তারপরই ঘরের মাঠে অধরা বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা মিশনে নামবে বাংলাদেশ। ফিফা ও এএফসির ব্যস্ত সূচির কারণে আসরের জন্য দল পেতে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাফুফে।
আরআইএস