লা লীগায় ধারাভাষ্য দিতে স্পেন যাচ্ছেন জামাল ভূঁইয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৩:২০ পিএম লা লীগায় ধারাভাষ্য দিতে স্পেন যাচ্ছেন জামাল ভূঁইয়া
দুবাইয়ের ধারাভাষ্য কক্ষে জামাল। ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেছেন ইতোমধ্যেই। জামাল ভূঁইয়ার নেতৃত্বেই আবারও পুনর্জাগরণের স্বপ্ন দেখছে দেশের ফুটবল। দেশের ফুটবলের এই পোস্টার বয় তরুণ প্রজন্মকে এরই মধ্যে ফুটবলে আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছেন। 

এই তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় লীগ ‘লা লীগায়’ এর আগেও ধারাভাষ্য দিয়েছেন জামাল। তবে এতদিন তিনি ধারাভাষ্য দিয়েছেন দুবাইয়ে গিয়ে। তবে এবার আর দুবাইয়ে নয়, লা লীগাতে ধারাভাষ্য দিতে জামাল এবার যাচ্ছেন খোদ স্পেনের বার্সেলোনায়। 

ধারা বিবরণী দিতে ১ নভেম্বর দেশ ছাড়বেন জামাল ভূঁইয়া। ইতিমধ্যেই বিমান টিকেট, মোটা অঙ্কের পারিশ্রমিক ও পাচ্ছেন তিনি। একই সাথে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করার জন্যও আহ্বান জানাবেন বাংলাদেশ অধিনায়ক।

এমএইচবি

আরও সংবাদ