নিরাপত্তা ঝুঁকিতে সব সময়ই থাকে পাকিস্তানে। যেখানে প্রায় এক দশক পর বড় কোনো দল হিসেবে খেলতে গেছে শ্রীলঙ্কা পুরুষ জাতীয় দল। এরপরই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে তিনটি টি-টুয়েন্টি ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
লাহোরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দারুণ খেলেও ১৪ রানে হেরে গেছে টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তানের মেয়েরা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের জাহানার আলমের তোপের মুখে পড়ে তারা। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে এই পেসার তুলে নেন ৪টি উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। উমাইয়া সোহেল করেন ৩৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেটে ১২৬ রান করে পাক মেয়েরা।
জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫০ রান তোলার আগেই হারিয়ে ফেলে চার উইকেট। তবে এর মাঝেই ব্যতিক্রম হয়ে দাঁড়ান পাঁচ নম্বরে খেলতে নামা রুমানা আহমেদ। ৩০ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫০ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১১২ রানে। টাইগ্রেসরা ম্যাচ হারে ১৪ রানে।
এমএইচবি