ক্রিকেটাররা চাইলে হেলিকাপ্টারে চড়বেন না পাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৯:২৩ পিএম ক্রিকেটাররা চাইলে হেলিকাপ্টারে চড়বেন না পাপন
সংগৃহীত ছবি

ক্রিকেটারদের ডাকা ধর্মঘটে সামনে এসেছে অনেক কিছুই। ১৩ দফা দাবির মধ্যে বাংলাদেশের ক্রিকেটের অনেক অসঙ্গতিই তুলে ধরেছেন তারা। এর মধ্যে আলোচনায় ছিল প্রথম শ্রেণির ক্রিকেটারদের পরিবহন ব্যবস্থাও। অভিযোগ ছিল, বোর্ড কর্মকর্তারা হেলিকাপ্টারে করে বিভিন্ন জায়গায় গেলেও ক্রিকেটারদের কপালে জুটে বাস। 

এই ব্যাপারে শনিবার (২৬ অক্টোবর) একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘হ্যাঁ, অনেক সময় আমি ঢাকা থেকে কোথায়ও গেলে হেলিকপ্টারে যাই। তাও খুব বেশি এ রকম ঘটনা ঘটেনি। আমার সঙ্গেই বোর্ডের আরো কেউ কেউ যায়। এখন খেলোয়াড়রা কী চায়? হেলিকপ্টারে যাবে? বিমানে যেতে চেয়েছে, ব্যবস্থা করে দিচ্ছি তো।’

ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, ‘এটা যদি পছন্দ না হয়, তাহলে এসে আমাদের বলুক যে, আপনাদের হেলিকপ্টারে যাওয়া আমাদের পছন্দ নয়। অথবা, আপনারা যান, এটাই পছন্দ করি না। একটা কিছু তো বলুক। ওরা চাইলে, ঠিক আছে। হেলিকপ্টারেই আর যাব না। ওরা যদি চায়, কোথাও যাওয়াই ছেড়ে দেব।’

এমএইচবি

আরও সংবাদ