ফুটপাত থেকে কেনাকাটা করছেন জামাল ভূঁইয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৩৯ এএম ফুটপাত থেকে কেনাকাটা করছেন জামাল ভূঁইয়া
এই ছবিটিই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি : সংগৃহীত

জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ইউরোপে। ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নিয়ে সেখানেই কাটিয়েছেন শৈশব ও কৈশোর। এরপর পৃথিবীর অন্যতম সুখী শহর ছেড়ে ফিরে এসেছেন মাতৃভূমি বাংলাদেশে। এরপর দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তোলেছেন জামাল ভূঁইয়া। 

বর্তমানে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব যে জামাল তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকে হয়তো ভাবেন বিলাসি জীবনযাপনই পছন্দ তার। তবে তাদের ধারণা ভুল করে শনিবার (২৬ অক্টোবর) রাতে জামালকে দেখা গেল একটি ফুটপাত থেকে কাপড় কিনতে। 

আগ্রাবাদে এক ভক্তের সঙ্গে জামাল ভূঁইয়া। 

বর্তমান চট্টগ্রাম আবাহানীর হয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিতে চট্টগ্রামে আছেন জামাল। সেখানকার আগ্রাবাদের এক ফুটপাতে জামালকে দেখা গেল কাপড় কিনতে। কেউ একজন সে ছবি তুলে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এমএইচবি

আরও সংবাদ