এক-দুই, অথবা তিন-চার নয় প্রতিপক্ষ সাউদাম্পটনের জালে একে একে নয়বার জাল জড়িয়েছে লেস্টার সিটি। দুই মৌসুম আগে নিজেদের প্রিমিয়ার লীগ জেতা যে কোনো ফ্লুক ছিল না এই ম্যাচেই যেন তা প্রমান করে দিতে চাচ্ছিল ব্র্যান্ডন রজার্স শিষ্যরা।
প্রিমিয়ার লীগে এত বড় ব্যবধানে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, সেটাও সেই ১৯৯৫ সালে। এবার সেই রেকর্ডে ভাগ বসাল লেস্টার। একইসঙ্গে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ ব্যবধানে জয়ের দিক থেকেও নতুন রেকর্ড তৈরি করল ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
১০ মিনিটে বেন চিলওয়েলের দুরন্ত ভলিতে প্রথম গোল পায় লেস্টার। ১২ মিনিটে লাল কার্ড দেখে রায়ান বারট্র্যান্ড মাঠ ছাড়তেই ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এরপরই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে লেস্টার। জোড়া হ্যাটট্রিক করেন অ্যায়োজ পেরেজ ও অধিনায়ক জেমি ভার্ডি। এই জয়ের ফলে লীগ টেবিলে দ্বিতীয়স্থানে কিছুক্ষণের জন্য উঠে এলেও ম্যানসিটির জয়ে তৃতীয় স্থানে নেমে গেছে এল ‘ফক্স’রা।
এদিকে ১০ম ম্যাচে এসে লিভারপুলের বিপক্ষে ব্যবধান ৩ কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে তিন গোল দেন রাহিম স্টার্লিং, ডেভিড সিলভা ও ইলকায়ে গুন্ডোগান।
রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে চেলসিও। ক্রিস্টিয়ান পুলিসিকের হ্যাটট্রিকের ওপর ভর করে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে তারা। বার্নলিকে ৪-২ গোলে হারায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। এ মৌসুমে ব্লুজদের দলে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার এদিনই দলের জার্সিতে প্রথম গোল করেছেন।
এমএইচবি