বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর অ্যাশেজ সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। অস্ট্রেলিয়ার অ্যাশেজে পুনরুদ্ধারের সময় রাখতে পারেননি কোনো ভূমিকা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের জন্মদিনটাকেই ডেভিড ওয়ার্নার বেছে নিলেন নিজের ফর্ম ফিরিয়ে আনার জন্য।
লঙ্কান বোলারদের তুলোধোনা করে ১০ চার আর ৪ ছক্কায় ৫৬ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ওয়ার্নের সেঞ্চুরির সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে রান পাহাড়ে চড়ে অজিরা।
৮ চার আর ৩ ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন ফিঞ্চ আর ৭ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৬২ রান করে আউট হন মেক্সওয়েল। নির্ধারিত ২০ ওভার খেলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৩৩ রান।
বড় লক্ষ্যে খেলতে নেমে ওয়ার্নারের সমানই রান তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। লঙ্কানদের পক্ষে ১৮ বলে সর্বোচ্চ ১৭ রান করেন ডাসুন সানাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯৯ রান। ম্যাচ হারে ১৩৪ রানে।
এমএইচবি