বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে ফলে ফিরলেও আগের মতো নিজের চিরচেনা রূপে তিনি নিজেকে মেলে ধরতে সক্ষম হচ্ছিলেন না।
ফর্ম ফিরিয়ে আনার জন্য ওয়ার্নার নিজের ৩৩তম জন্মদিনকেই বেছে নিলেন। অ্যাডিলেডে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটসম্যান ৫৬ বলে ১০ চার আর ৪ ছক্কায় দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
ওয়ার্নারের জন্মদিনে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তার সাবেক সতীর্থ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়ে মুস্তাফিজ লিখেছেন, জন্মদিনে ক্যারিয়ারের প্রথম (টি-টুয়েন্টিতে) সেঞ্চুরি। বিশেষ দিন উদযাপনের কী দারুণ পন্থা। কিংবদন্তিকে এমন বিশেষ দিনে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন এবং আমাদের আরও বিনোদন দিতে থাকুন। (শুধু আমার বলে আউট হতে ভুলে যাবেন না!’)
আরআইএস