জাতীয় দলের ক্যাম্পে সাকূল্যে ক্রিকেটার ছিলেন ১৪ জন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এরইমধ্যে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। তার বদলে ক্যাম্পে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। তাদের সঙ্গে আজ যোগ দিলেন আরও ৯ ক্রিকেটার।
যে কয়জন ক্রিকেটার গত দুইদিন মিরপুরে অনুশীলন করেছেন, তাদের দিয়ে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কারণ এটা হলেও জাতীয় লীগ থেকে ৯ ক্রিকেটারকে ক্যাম্পে ডাকার কারণ রয়েছে আরও একটা।
স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি দলের সঙ্গে যোগ দিলেও প্রথম দুইদিনে নাকি খুঁজে পাননি স্পিনার। আরাফাত সানি ও আমিনুল ইসলাম বিপ্লব ছাড়া আর কাউকেই দেখতে পারেননি ভেট্টোরি। যে কারণে জাতীয় লীগে আগের দিন পাঁচ উইকেট পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনকেও ডাকা হয়েছে জাতীয় দলের ক্যাম্পে। ডাক পাওয়ার তালিকায় আছেন অভিজ্ঞ সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুনও।
ক্যাম্পে যোগ দেয়া ৯ ক্রিকেটার হলেন- নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, রিশাদ হোসেন, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু হায়দার রনি, এবাদত হোসেন।
আরআইএস