অবশেষে স্পিনারদের নিয়ে ব্যস্ত হলেন ভেট্টোরি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৫:৫৭ পিএম অবশেষে স্পিনারদের নিয়ে ব্যস্ত হলেন ভেট্টোরি 
লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে কথা বলছেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ফটো : বিসিবি

ভারত সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দুই দিন অনুশীলনে এসে পেয়েছেন মাত্র দুইজন স্পিনার। মোটা অংকের পারিশ্রমিকে ১০০ দিনের চুক্তি করা ড্যানিয়েল ভেট্টোরি তাই নিজের প্রথম দুইদিন অনেকটা অলস সময় কাটিয়েছিলেন। 

তবে প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনে ভেট্টোরির সামনে সেই সুযোগ নেই। জাতীয় লীগের ক্যাম্প থেকে ডেকে পাঠানো হয়েছে আরও ৯ জন ক্রিকেটারকে। যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন স্পিনারও। 

রোববার (২৭ অক্টোবর) লাল ও সবুজ এই দুই দলে ভাগ হয়ে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের আগে ভেট্টোরিকে তাই বেশ ব্যস্তই দেখা গেল। ক্যাম্পে নতুন করে যোগ দেয়া মিরাজ, রিশাদ, নাঈমদের তো দেখলেনই; ভেট্টোরিকে উইকেটের আরেক প্রান্তে রেখে এ প্রান্ত থেকে বল ছুঁড়লেন সাব্বির, মাহমুদউল্লাহরাও। 

এদিকে, ম্যাচের আগে পেসারদের নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গারভেল্ট। ব্যাটসম্যানরা স্ট্রেচিং ও ফুটবল খেলে সময় কাটিয়েছেন। 

আরআইএস 
 

আরও সংবাদ