কী কথা তাহাদের মাঝে?

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৬:২২ পিএম কী কথা তাহাদের মাঝে?

আড্ডা হোক বা আলোচনা; যখন সেটি শুরু হয়েছিল, তখনো মাঠে ছিলেন দুই-একজন ক্রিকেটার। তাইজুল ইসলাম এবং আল-আমিন হোসেনকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন কোচ রায়ান কুক। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে পাড়ি জমান তারাও।

এরপরই আগে থেকে চলমান আড্ডায় এসে যোগ দেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তাতেই বাংলাদেশের কোচদের আড্ডাটা জমে ওঠে চরমে। হেড কোচ রাসেল ডমিঙ্গো জুলু ভাষায় কিছু একটা বলতেই হেসে ওঠেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

তবে কোচদের এই আড্ডার কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য দলের সঙ্গে যোগ দেয়া স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। হাসি-ঠাট্টাতেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে দেখা গেলেও ঘণ্টাখানেক ধরে চলা আলোচনাতে মাঝে মধ্যে দেখা গেছে সিরিয়াস কথা বলতেও। আলোচনার মধ্যে যে ভারত সফর ছিল, তা নিশ্চিতভাবেই তাদের অভিব্যক্তিতে বোঝা গেছে।

আরআইএস 
 

আরও সংবাদ