দর্শককে মারতে গ্যালারিতে ছুটে গেলেন মুশফিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৩৪ পিএম দর্শককে মারতে গ্যালারিতে ছুটে গেলেন মুশফিক
গ্র্যান্ড স্ট্যান্ডের উপরে উঠে এসে দর্শককে মারতে ছুটে যান মুশফিকুর রহিম। ফটো : দৈনিক জাগরণ

জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী তো বটেই, আবেগি ক্রিকেটার হিসেবেই সবার উপরে উঠে আসে মুশফিকুর রহিমের নাম। ভালো খেলতে না পারলে অদ্ভুত সব কাণ্ড যে তিনি ঘটান, তা দলের বাকিদের মুখেও মাঝে মাঝে শোনা যায়। 

তবে মুশফিক এবার এমন এক কাণ্ড করে বসলেন, যা কেউই কল্পনা করতে পারেনি। ভারত সফরকে সামনে রেখে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাইগাররা নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নামে। লাল ও সবুজ দলের মোড়কে দুই দল মাঠে খেলে।

'ক্রিকেটখোর' গ্রুপের হয়ে মাঠে খেলা দেখতে আসা ওই যুবকের নাম ইমরান হোসেন। ফটো : দৈনিক জাগরণ

লাল দলের হয়ে খেলতে নামা মুশফিক ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। আরাফাত সানির বলে মাত্র ৪ রান করে দ্রুত আউট হয়ে মুশফিক প্যাভিলিয়নে ফেরার পথে গ্যালারিতে থাকা এক দর্শক তাকে উদ্দেশ্য করে আপত্তিকর কিছু একটা বলেন। আর এতে মুশফিক নিজেকে সংবরণ করতে না পেরে সেই যুবককে মারার জন্য গ্যালারির দিকে ছুটে যান। 

তবে শেষ পর্যন্ত মুশফিক সেই যুবকের গায়ে হাত তোলেননি। আঙুল তুলে তাকে শাসাতে দেখা গেছে। গ্র্যান্ড স্ট্যান্ডের একেবারে উপরে উঠে এসে মুশফিক রাগ চেপে রাখতে না পেরে কিছু বাজে ভাষা প্রয়োগ করে ফেলেন। ওই ভক্ত পরে ক্ষমা চান মুশফিকের কাছে। তাতেও রাগ কমেনি মি. ডিপেন্ডেবলের। উপস্থিত সংবাদকর্মীরা মুশফিককে শান্ত করেন এবং নিচে নামিয়ে আনেন। 

পরে জানা যায়, 'ক্রিকেটখোর' গ্রুপের হয়ে মাঠে খেলা দেখতে আসা ওই যুবকের নাম ইমরান হোসেন। তার বাড়ি জামালপুর জেলায়, বয়স ২২-২৪ বছর। মাঠের নিরাপত্তাকর্মীরা পরে ওই যুবককে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। 

আরআইএস 

আরও সংবাদ